এই খুশির দিনে কারো মন খারাপ থাকবে এমনটা চাইনি আবার যে কোরবানি দিতে পারেনা তাদের কারো কারো রান্নার মতো মাংস হয় না আবার কারো বেশি হয়।তাই গতবার থেকে শুরু করেছিলাম মাংস সমন্বয় করে বিতরণ করা।এবং আমরা সফল হয়েছি।কিন্তু এবছর নিজের আপনজনের কাছে আমি প্রশ্নবিধ্য।কিছু মিনিস্টার, এমপি এবং বিজি পর্সনদের জন্য।ঈদে নামাজ পড়ে বাড়ি এসেই মিটার,পলিথিন,এবং যা যা সব খুজে ম্যানেজ করেছি।মাংস আসা শুরু করলো কে কতোটুকু মাংস দিচ্ছে তার হিসাবও করছি।
মন ভালো করার হাসির গল্প
ঐ সব এমপি মিনিস্টার বিজি পার্সনদের বলি জীবনে কোন দায়িত্ব নিয়ে কোন কাজ করেছো কি?যদি করতে তো বুঝতে। ৫টা কলা ভাগ করে দেখো ৫ জনের মধ্যে ভাগ করে দেখো বুঝবে কি জালা।তোমরা তো এটাও বলতে পারবে না ১৮১ কেজি মাংস ৬৭০ জন এর মধ্যে আবার কেউ কেউ এসে বলেছে ভাই ওমোকের আত্মীয় এসেছে বাড়ান,কেউ এসে বলেছে,ওমক কুরবানি করছে ওর নামটি কাটেন,কেউ এসে বলছে ভাই ভুল হয়েছে আর একটা বাড়ান,কেউ বলছে দুই ইমামের বাড়ান,বলো তো পাতাপিছু কতো করে মাংস হয়? পারবে না।ওজন যারা করে সেখানেও দক্ষ লোক লাগে,গতবার কিছু দক্ষ লোক ছিলো যে কারণে কাজটা ভালো হয়েছিল এবার কিছু আবাল এমপি মিনিস্টার বিজি পার্সনদের জন্য আমার নিজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।এবার ভেবেছিলাম ব্লক ছোট করলে সুবিধা হবে আর এটা সুবিধা হওয়ার কথা ১০০%।
মন ভাল করার মত কিছু কথা
কিন্তু তারা পারবে না সেটা বলতো আমাকে,তারা আমার কাছে তালিকা দিয়েছে তখনও তো বলতে পারতো যে আমি এমপি মিনিস্টার বিজি পার্সন ওসব নোংরা কাজে থাকতে পারবো না।তাদের অনুপস্থিতিতে সিরিয়াল মেইনটেইন করা সম্ভব হয়নি।আমার চারপাশে অনেক লোক ছিলো যা প্রয়োজনীয় নয় আরো ঝামেলাকর।নাম ডাকা সে কতটুকু পাচ্ছে তার হিসাব করা,ওজন সঠিক হচ্ছে কি না,স্লিপ করা হচ্ছে কিনা,যার নামে তার স্লিপ যাচ্ছে কি না,আবার কেউ কেউ এসে বলছে তার এড়িয়ে গেছে,কেউ বলছে বাড়াতে হবে,ইত্যাদি ইত্যাদি আমার কি হচ্ছে সে আমি জানি।কারণ আগের রাতে সারা রাত জেগে ঈদগাহে কাজ করেছি।দিনটা কেমন পার করছি আর কিভাবে এতো সব হিসাব করছি সে আমি জানি।এর পরও কেউ ঝাড়ি মারছে,কেউ এসে ধমক দিচ্ছে,কেউ জ্ঞান দিচ্ছে এভাবে না ওভাবে করেন।কোনটা ভালো হবে সেটা আমি জানি কারণ সকল হিসাব আমি একা করেছি এবং কোন ভুল হলে লোকে আমারই ধরবে।তাই কারো উপর দায়িত্ব দিতে পারিনি।
mon valo korar kichu kotha
কারণ আমি জানি এটা অনেক কঠিন কাজ দক্ষ লোক ছাড়া সম্ভব নয়।তাই কারো কাছে দায়িত্ব দিয়ে আমি তদন্তও করতে পারিনি।আমার নিজের লোক না হয়ে তোমাদের কেউ বা গ্রামের কেউ হলে আমার বদনামের শেষ ছিলো না।আবার দেখেছি কেউ বাড়ি নেই তারও লিস্ট করেছো,সামান্য লিস্ট করতে দিয়ে তোমরা যদি লোক বাড়াও ওন্য সব কাজ করবে কি ভাবে।আমার এতো সব না করলে কোন ক্ষতি নেই। আমার ব্যক্তিত্ব আর মনুষ্যত্ব থেকে কাজ করি কারণ আমি দায়িত্ব এড়াতে পারিনা।আমারও সংসার আছে আমারও কাজ আছে।আমি প্রেম ও করেছি,আমি তাস খেলাও করেছি,আমি চুলও কেটেছি।ইচ্ছে থাকলে উপায় হয়।
কিছু গল্প কিছু কথা
আমি গ্রামে যা করি,নিজের দায়িত্ব থেকে করি,রাস্তায় বালি দিই নিজে থেকেই দিই,যা কিছু করি নিজেই করি,কারো উপকার করলেও নিজেই করেছি।যারা আমাকে ধমক দিয়েছো,রাগ দেখিয়েছো,ঝাড়ি মেরে চলেগেছো,আমারও রাগ আছে কিন্তু আমি দেখাতে পারিনি।একবারও ভেবে দেখেছো আমার কথা? আর কাজটা কতোটা কঠিন?কালও রাতে ঘুমাতে পারিনি কারণ সবার বাড়ি মাংস দিছি তারা রান্না করে খাবে অথচ আমার নিজের কিছু লোকের বাড়ি (যারা তালিকায় ছিলো নতুন কেউ না) গোস দিতে পারিনি।এটা খুব পরিতাপের বিষয়।তোমরা কেউ কি দেখেছিলে কে পাচ্ছে কে পাচ্ছে না,কে অনুপস্থিত আছে দেখেছিলে? যার যার মতো বলছো আমার ব্লক আগে দেখেন, কেউ বলছে আমার ব্লকেও দেন তবে।
মন ভালো রাখার গল্প
আর এটা না করলেও তো সন্ধ্যা হয়ে যাবে তাই তাদের কথা মতো যারা এসেছে তাদের ব্লক এ আগে দিছি। এর মধ্যে একজন ব্লকের লোক মিসিং যাদের মাংসও দিতে পারেনি।গতবার অনেক মাংস ছিলো পরে যা লোকের বিলিয়ে দিছি।এবার কেমন করে ওজন দিলো বুঝলাম না। ৫কেজি ৫কেজি ১০কেজি গোস হাতে রেখেছি আবার পাতাপিছু যে হিসেব করে দিছি তাতেও ৩কেজি গোস বাড়বে,,,ওজন ভালো হয়নি।আমি খুব বিরক্ত হলাম এবার,শোন এগুলো আমার কোন রাজনৈতিক অংস না,আর আমি নির্বাচনও করবো না যে আমার লোক দরকার,মানুষের একটু সেবা করার চেষ্টা করি।তোমরা যারা আমাকে ধমক দিলে,রাগ দেখালে বা ভুল বুঝলে আমার ব্যাক্তিগত কারণে তোমাদের কাছে যদি কোন দিন যায় সেদিন দেখালে ভালো হতো মেনে নিতাম।
এখানে মেনে নিতে পারলাম না আরও তোমাদেরকে আমি অন্যরকম ভাবলাম।আর হ্যাঁ, কেউ কেউ ভাবছে পারবে না তা কেন করলেন,আমি তোমাকে বলবো,আমি দুঃখীত।আগামী বছর থেকে তুমি দায়িত্ব নিয়ে করিও,আমি তোমার পাসে থেকে কাজ করবো।
Tags: মন ভালো করার হাসির গল্প,মন ভাল করার মত কিছু কথা,mon valo korar kichu kotha,কিছু গল্প কিছু কথা।