হাসির মজার গল্প বাংলা সেরা সুন্দর গল্প হাসার মত স্টোরি | bangla hasir golpo | গল্প সমগ্র রোমান্টিক গল্প

হাসির মজার গল্প বাংলা সেরা সুন্দর গল্প হাসার মত স্টোরি | bangla hasir golpo | গল্প সমগ্র রোমান্টিক গল্প

অন্য কেউ সে মিটারে হোক আর মানুষ হোক ভুল করলেও যখন আমার দোষ। আমি মেনেও নেবো।যেহেতু আমি মূল দায়িত্বে ছিলাম তাই দোষটা আমারই। কিন্তু গ্রামে এতো আলোচনা সমালোচনা করার কি দরকার। ভুল তো হতেই পারে।আমার ভুল হয়েছিলো খাসির মাংস যেমন নিজে দেখে দেখে যে মিটারে টোটাল ওজন করে নিয়েছিলাম। ১৮১ কেজি (প্রাপ্ত হিসাব ছিলো ১৮৪ কেজি)। টোটাল খাসির মাংস থেকে ৫ কেজি বাদ দিয়ে ১৭৪ কেজি ৬৭০ জনের প্রত্যেকে ২৬০ গ্রাম করে পাই।





হাসির মজার গল্প বাংলা

আমার খাসির মাংস এক্সট্রা হলে একই হিসাবে গরুর মাংস এতো শট কিভাবে পড়ে (১০ কেজির বেশি)?
গরুর মাংস যারা ওজন করছিলো তারা এডাল্ট ও পুরাতন।তাদেরও ভুল হওয়ার কথা না।গতবার তারা মূল কাজে ছিলো। আর এ পাশে আমি খাসীর মাংস বিতরন করছি।ঐ পাশ থেকে তারা গরুর মাংস টোটাল ওজন দিয়ে আমার সাথে বললো ২৩৪ কেজি আমি ৫ কেজি বাদ দিয়ে জনপ্রতি ৩৪০ গ্রাম করে হিসেব করে দিলাম। কিন্তু পরে হিসাব করে দেখি গরুর মাংসের আমার প্রাপ্ত হিসাব ২২৭কেজি।অর্থাৎ সারাদিন পর ৩টায় ঐ গোস্তো ওজন করলে বাড়বে না নিশ্চয়ই কমবে, ২৩৪ কেজি কিভাবে হলো বুঝলাম না।আর তারা যে মিটারে ওজন করেছে সেটাই নাকি প্রবলেম ছিলো।মিটারেও ভুল হতে পারে।

সেরা সুন্দর গল্প হাসার মত স্টোরি

গ্রামের মানুষদের যারা আলোচনা সমালোচনা করছে তাদের বোঝাতে হবে,ভুল তো হতেই পারে।
আর ভুল আমাদের সেচ্ছাসেবী সদস্যদেরই বেশি ছিলো।সকল টিমের সদস্য উপস্থিত ছিলো না।যে কারণে সিরিয়াল মেইনটেইন করা যায়নি।খাসির মাংস সঠিক ভাবে দেওয়া হলেও গুরুর মাংস নিতে যে সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলো তারা বলেছে তাদেরকে আগে দিতে,তাদের কথা শুনতে হয়েছে কারণ মাংস তাড়াতাড়ি পৌঁছানোর দায়িত্ব আমাদেরই। যারা উপস্থিত ছিলো না এবং যারা খুব ব্যাস্ততা দেখিয়েছে এদের জন্যই এই প্রবলেমটা হলো।তা না হলে অল্প হোক আর বেশি হোক সবাই পেতো বা তখনও মাংস ব্যাবস্থা করা যেতো।তা যায় হোক ভুল হয়েছে। এখন আর কি করা যেতে পারে?

bangla hasir golpo

আমাদের গ্রামটা এমনই।গ্রামের একপাশ ছাগলে খেয়ে যাচ্ছে তা নিয়ে কারো ভাবোনা নাই।অযোগ্যরা চেয়ার দখল করছে।এসব নিয়ে কোন ভাবোনা নেই।আমরা আছি কোরবানির মাংস পেলনা ওসব ছেলেপিলে দিয়ে কি হয়,কতো জনে কতো কি বলবে,সারা রাত জেগে কাজ করে ছেলেগুলো ছায়ার ব্যবস্থা করেছে এতো সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে এবং যে ছেলেগুলো এতো কষ্ট করে সবার বাড়ি মাংস পৌঁছে দিয়েছে এদের কেউ ভালো বলবে না খোঁজ ও নেবে না,একটু ভুল হলেই বদনাম আলোচনা সমালোচনার শেষ নেই।

Tags: হাসির মজার গল্প বাংলা সেরা সুন্দর গল্প হাসার মত স্টোরি,bangla hasir golpo,গল্প সমগ্র রোমান্টিক গল্প

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন